Posts

Showing posts from November, 2024

দায়িত্বের সংসার ।। লেখক: সৌরভে_সুবাসিনী(moon)

Image
বিয়েটা হয়েই গেলো।হুহ্  আমিও বিবাহিত। আমারো এখন আলাদা ছোট্ট একটা সংসার হতো কিন্তু এসে পড়লাম বড় বোনের সতীন হয়ে। হ্যাঁ! বিয়ে টা তো হলো আমার বোন জামাই সায়ান মাহমুদ এর সাথে। যার সাথে ঠিক ছয় মাস আগে আমার বড় বোন অনামিকা ইসলামের সাথে হয়েছিলো। না আপু মরেনি। বেঁচেই আছে তবুও আমাকে তার সতীন হয়েই আজ থেকে এই সংসারের দায়িত্ব নিতে হবে৷ . পাঁচ মাস আগে যখন ভাইয়া - আপু ফ্যামিলি ট্রিপ থেকে ফিরছিলো তখন হঠাৎ এক্সিডেন্টে ভাইয়ার বাবা মা মারা যায়। আর আপু চলে যায় কোমায়। মেরুদণ্ডের হাড় ভেঙেছে, মাথায় আঘাত লেগেছে।মা-বাবা কে হারিয়ে সায়ান ভাইয়ার পৃথিবীই তো অনামিকা আপু। সব ভালোই চলছিলো কিন্তু ওই যে কপালের লিখন। আমার ক্ষেত্রেও তাই হলো আপুর জন্য রাখা নার্স আপুর টেককেয়ার করেনি সেই মূল্য আমাকে আমার জীবন দিয়ে দিতে হলো। . . কোন কালেই আমি আমার বাবার প্রিয় ছিলাম না। আমার জায়গায় ছেলে আশা করেছিলো তো তাই হয়তো আমাকে মেনে নিতে পারেনি। সেদিকে আপু তার চোখের মণি বড় মেয়ে৷ আপুর দেখাশোনা করার জন্য আমাকে তার সতীন করার কোন প্রয়োজন ছিলো কি না আমি জানি না। তবে বিগত পনেরো মিনিটে যতটা আন্দাজ করেছি তা হলো ১- আমাকে বিয়ে দিলে বাবার ঘাড়ের বো...